আমাদের মধ্যে অনেকে দেখেছি যে আমরা কতক্ষণ পানির নিচে শ্বাস আটকে রাখতে পারি! কিন্তু শ্বাস আটকে বিশ্বরেকর্ড করার কথা কি কখন ও ভেবেছি? ভাবলে ও কত মিনিট সর্বোচ্চ ২ মিনিট ৩ মিনিট, কিন্তু পৃথিবীতে এমন ও কিছু বিস্ময়কর মানুষ আছেন তারা প্রমাণ করেছেন যে তাদের দক্ষতা অতুলনীয়। তারা একেকজন ১৬ মিনিট, ২০ মিনিট, ২৪ মিনিট পর্যন্ত পানির নিচে কোন অক্সিজেন ছাড়া থেকে অবিশ্বাস্য সব বিশ্বরেকর্ড তৈরী করেছেন।
বিস্তারিত





পৃথিবীর প্রথম শ্বাস আটকে বিশ্ব রেকর্ড
রবার্ট ফস্টার ১৯৫৬ সালের ১৫ মার্চে পৃথিবীর প্রথম দীর্ঘতম সময় ধরে শ্বাস আটকে রাখার বিশ্বরেকর্ডটি তৈরী করেন। তিনি ১৩ মিনিট ৪২ সেকেন্ড ৫ মিলি. সেকেন্ড সময় পর্যন্ত শ্বাস আটকে রেখেছিলেন।

Tom Sietas এর বিশ্ব রেকর্ড
Tom Sietas (জার্মানি) তিনি মোট ৩ বার একই কেটাগরিতে বিশ্বরেকর্ড করেন, তার প্রথম বিশ্ব রেকর্ডটি ছিল ১৪ মিনিট ৩৫ সেকেন্ডের। এর পর তিনি ২০০৭ সালে ৩০ বছর বয়সে তার নিজের রেকর্ডটি আবার ভাঙ্গেন এবং এই বার ১৫ মিনিট ২ সেকেন্ড পর্যন্ত শ্বাস আটকে রেখে বিশ্ব রেকর্ড করেন। এবং সর্বশেষ ২০১২ সালে ৩৫ বছর বয়সে সেই আবার তার নিজের রেকর্ডটি ভেঙ্গে ২২ মিনিট ২২ সেকেন্ডের নতুন রেকর্ড তৈরী করেছিলেন।

২০১৬ সালের বিশ্ব রেকর্ড
২০১৬ সালের ২৮ ফ্রেব্রুয়ারী এলেক্স সেগুরা (স্পেন) আগের দীর্ঘতম সময় ধরে শ্বাস আটকে রাখার বিশ্বরেকর্ড টি ভেঙ্গে ২৪ মিনিট ৩ সেকেন্ড ৪৫ মিলি. সেকেন্ড পানির নিচে শ্বাস আটকে রেখে নতুন রেকর্ড তৈরী করেন।

২০২১ সালের বর্তমানে সর্বশেষ বিশ্ব রেকর্ড
২৭শে মার্চ ২০২১, বুদিমির সোবাত (ক্রোয়েশিয়া) ৫৬ বছর বয়সে, ২৪ মিনিট ৩৭ সেকেন্ড ৩৬ মিলি. সেকেন্ড পর্যন্ত শ্বাস আটকে রেখে এর আগের সকল রেকর্ড ভেঙে সবার প্রথমে নিজের নাম নিয়ে আসেন। তিনি রেকর্ডটি ভাঙার পরিকল্পনা করেন যাতে তার শহরে হয়ে যাওয়া শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য কিছু অর্থ কালেক্ট করতে পারে।

সর্বোচ্চ শ্বাস আটকে বিশ্ব রেকর্ড(মহিলা)
মহিলা কেটাগরিতে পানির নিচে দীর্ঘতম সময় ধরে শ্বাস আটকে রাখার বিশ্বরেকর্ডটি KAROLINE MEYER (ব্রাজিল) এর ধকলে। তিনি ২০০৯ সালের ১০ জুলাই, ১৮ মিনিট ৩২ সেকেন্ড ৫৯ মিলিসেকেন্ড পর্যন্ত শ্বাস আটকে রাখতে পেরেছিলেন।
Summary
রবার্ট ফস্টার ১৯৫৬ সালের ১৫ মার্চে পৃথিবীর প্রথম দীর্ঘতম সময় ধরে শ্বাস আটকে রাখার বিশ্বরেকর্ডটি তৈরী করেন। তিনি ১৩ মিনিট ৪২ সেকেন্ড ৫ মিলি. সেকেন্ড সময় পর্যন্ত শ্বাস আটকে রেখেছিলেন।
Tom Sietas (জার্মানি) তিনি মোট ৩ বার একই কেটাগরিতে বিশ্বরেকর্ড করেন, তার প্রথম বিশ্ব রেকর্ডটি ছিল ১৪ মিনিট ৩৫ সেকেন্ডের। এর পর তিনি ২০০৭ সালে ৩০ বছর বয়সে তার নিজের রেকর্ডটি আবার ভাঙ্গেন এবং এই বার ১৫ মিনিট ২ সেকেন্ড পর্যন্ত শ্বাস আটকে রেখে বিশ্ব রেকর্ড করেন। এবং সর্বশেষ ২০১২ সালে ৩৫ বছর বয়সে সেই আবার তার নিজের রেকর্ডটি ভেঙ্গে ২২ মিনিট ২২ সেকেন্ডের নতুন রেকর্ড তৈরী করেছিলেন।
২০১৬ সালের ২৮ ফ্রেব্রুয়ারী এলেক্স সেগুরা (স্পেন) আগের দীর্ঘতম সময় ধরে শ্বাস আটকে রাখার বিশ্বরেকর্ড টি ভেঙ্গে ২৪ মিনিট ৩ সেকেন্ড ৪৫ মিলি. সেকেন্ড পানির নিচে শ্বাস আটকে রেখে নতুন রেকর্ড তৈরী করেন।
২৭শে মার্চ ২০২১, বুদিমির সোবাত (ক্রোয়েশিয়া) ৫৬ বছর বয়সে, ২৪ মিনিট ৩৭ সেকেন্ড ৩৬ মিলি. সেকেন্ড পর্যন্ত শ্বাস আটকে রেখে এর আগের সকল রেকর্ড ভেঙে সবার প্রথমে নিজের নাম নিয়ে আসেন। তিনি রেকর্ডটি ভাঙার পরিকল্পনা করেন যাতে তার শহরে হয়ে যাওয়া শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য কিছু অর্থ কালেক্ট করতে পারে।
মহিলা কেটাগরিতে পানির নিচে দীর্ঘতম সময় ধরে শ্বাস আটকে রাখার বিশ্বরেকর্ডটি KAROLINE MEYER (ব্রাজিল) এর ধকলে। তিনি ২০০৯ সালের ১০ জুলাই, ১৮ মিনিট ৩২ সেকেন্ড ৫৯ মিলিসেকেন্ড পর্যন্ত শ্বাস আটকে রাখতে পেরেছিলেন।